নৌকা বিরোধীদের কঠোর হুশিয়ারি দিয়ে যা বললেন রঞ্জিত সরকার
প্রকাশিত হয়েছে : ৮:১৩:৩৬,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০২১
জাগির হোসেন, বালাগঞ্জ:
পৈলনপুরের মাটি নৌকার ঘাঁটি। সাম্প্রদায়িক সম্প্রতির এক অনন্য নজির জায়গা পৈলনপুর। নৌকার বিরুদ্ধে দলের কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এলাকার উন্নয়ন ও দুর্ভোগ লাগবের স্বার্থে নৌকায় ভোট দিন। মনে রাখবেন প্রধানমন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যান নৌকার। উন্নয়ন পেতে হলে নৌকা বিজয়ের পক্ষ নিন, এলাকার উন্নয়ন অংশীদারি হোন। লাগামহীন ঘোড়া পক্ষ নিয়ে এলাকার উন্নয়নের ক্ষতি করবেন না- আসন্ন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থী শিহাব উদ্দিনের নির্বাচনী বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক টিমের সমন্বয়ক এডভোকেট রঞ্জিত সরকার।
শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় গালিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি রঙ্গলাল দাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা এস এম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যন বালাগঞ্জ উপজেলা পরিষদ আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা করামত আলী, সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, সাউথ লন্ডন আ’লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নজমুল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ইয়াওর।
আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী শিহাব উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল সহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।