বালাগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২:০৮:৫১,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার:
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নিদের্শনাকে উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের বালাগঞ্জে ১ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। তিনি হলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মতিন। গত বুধবার (৩ নভেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।
বহিস্কার পত্রে তারা উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ২য় ধাপের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বালাগঞ্জ উপজেলায় ১টি ইউনিয়নে ১জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে।