‘ভোট যুদ্ধে আব্দুল সহিদ এগিয়ে’
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২১, ১:৪৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বালাগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা সদরের ৮নং ওয়ার্ডে ‘ভোট যুদ্ধে আব্দুল সহিদ এগিয়ে রয়েছেন’ বলে মন্তব্য করেছেন ভোটারবৃন্দ।
তারা বলেন, এ নির্বাচন একটু ভিন্ন প্রক্রিয়ায় অনুষ্টিত হতে যাচ্ছে। বুক ফাটছে কিন্তু মুখ খুলতে রাজি নন ভোটারবৃন্দ। অনেকে বলেন, ভোট বা রাজনীতি হবে প্রতিযোগিতার প্রতিহিংসার নয়। বিভিন্ন জটিলতার কারণে মুখ খুলতে অনিহা তাঁদের। তবে ব্যালট যুদ্ধে এগিয়ে রয়েছেন আব্দুল সহিদ দুলাল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সচেতন নাগরিক বলেছেন, নির্বাচনী মাঠ হতে হয় প্রতিযোগিতার কিন্তু এখন সাধারণ নির্বাচনও প্রতিহিংসা ডুকে যাচ্ছে। প্রতিহিংসা করে মিশতে দেয়া হয় না ভোটারদের একাধিক প্রার্থীর সাথে। এভাবে চলতে থাকলে নির্বাচন আর নির্বাচন থাকবে না প্রতিহিংসার মাঠে পরিণত হবে।
এবিষয়ে বালাগঞ্জ শাখা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন বলেন, বিগত নির্বাচন বালাগঞ্জে শান্তিশৃঙ্খলা ভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে। সাধারণ নির্বাচনে আমরা একে অন্যের স্বজন এখানে প্রতিহিংসা করলে নিজেদের ক্ষতি।