পূর্ব পৈলনপুরে নৌকার প্রার্থী শিহাবের গণসংযোগ ও ভোটারদের সাথে মিলন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:০৩,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০২১
স্টাফ রিপোর্টার:
বালাগঞ্জে আগামী ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শিহাব উদ্দিন ছাড়ছেন না মাঠ। দিনের শুরু থেকে রাতের শেষ অবধি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিলন করছেন এবং নৌকার তথা আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছাচ্ছেন। নির্বাচনী এলাকা পূর্ব পৈলনপুরের জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
সোমবার (২৫ অক্টোবর) নির্বাচনী এলাকায় গণসংযোগ ও ভোটাদের সাথে মিলন করার বিষয়ে শিহাব উদ্দিন জানান, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আমার উপর আস্থা আর বিশ্বাস রেখে নৌকা দিয়েছেন। তাঁর সালাম টুকু পূর্ব পৈলনপুর বাসীর নিকট পৌঁছাচ্ছি। নেত্রীর আস্থা আর বিশ্বাসের ফসল হিসেবে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে উন্নয়নের রুল মডেল নান্দনিক ইউনিয়ন গড়ে তুলার সুযোগ করে দিবেন। সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশী শিহাব উদ্দিন।