নৌকার প্রার্থী শিহাব উদ্দিনের বর্ধিত সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:২৭,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর বলেছেন, নৌকার বিজয় মানে জনগনের উন্নয়ন। নৌকার বিজয় হলে জনগনের জীবনমানের উন্নয়ন সাধিত হয়। পূর্বপৈলনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিহাব উদ্দিনকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই শিহাবের জয় মানে শেখ হাসিনার জয়, এই নৌকা শিহাবের নয়, এই নৌকা জননেত্রী শেখ হাসিনার। রবিবার (২৪ অক্টোবর) বিকেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিনের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সব চাওয়া-পাওয়া, দল-মত, নির্বিশেষে সব কিছুর উর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত করুন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিহাব উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওর। যুবলীগ নেতা লিটন আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা করামত আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম সজীব। সভায় বালাগঞ্জ উপজেলা ও পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।