কালের সাতকাহন
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৩৬,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০২১
মিজানুর রহমান মিরু, (লন্ডন) যুক্তরাজ্য:
রাতের আঁধারে ডেকে ডেকে উড়ে যাওয়া পাখিটা
তাঁর নীড় খোঁজে ফেরে!
অথবা, তাঁর সঙ্গিনী?
আমি খোঁজে ফিরি শৈশবের সেই বড়ভাগা নদী;
যার মৃদুলা ঢেউএ খেলা করতো রৌদ্রের ঝিলিক!
বিশুদ্ধ কবিতার চিত্রকল্পের মতো
ঐ পাখিটা দেখে—
সঙ্গিনীর ডানার পালকে শিল্পের অপরূপ ছোঁয়া!
দু’চোখের গহ্বরে
বেঁচে থাকার ক্লান্তি লুকিয়ে আমি
ধীরে ধীরে পার হই মহাকালের অবাধ জলরাশি!
আমার পুরনো ঘরে
জরাজীর্ণ সরোদের গা বেয়ে
অনুরণিত হয় গোঙানি’র সুর;
রিনিঝিনি শব্দের ঝংকার
মানুষের কান্নার মতোন শোনায়!
পাখিটা তখনও
ঘুরে ফিরে ডেকে যায় বিনিদ্র রাতের বুকে।
আমি ঐ পাখি’র মতোন
কৃষ্ণপক্ষ রাতের অন্ধকারে
নি:সীম আকাশপানে তাকিয়ে দেখেছি:
রাহুগ্রাসে পতিত পৃথিবীতে
দিনের আলোতেও আঁধার নামে;
মানুষেরা তবু পাঠ করে চলে কালের সাতকাহন!