মৌলভীবাজারে এসেছে আরও ৩৭ হাজার ৬০০সিনোফার্মের ভ্যাকসিন
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৫৮,অপরাহ্ন ২১ আগস্ট ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধক আরও ৩৭ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিনের এসেছে। এগুলো চীনের সিনোফার্ম কোম্পানির তৈরি। শনিবার(২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে এসেছে পৌচ্ছায়। সিনোফার্মের তৈরি এই ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন চৌধুরী ডা. জালাল উদ্দিন মুর্শেদ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ভ্যাকসিনের ডোজগুলো জেলা ইপিআই ভবনে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। এগুলো জেলার মোট ৭টি স্থায়ী কেন্দ্রে যথাসময়ে বিতরণ করা হবে।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, টিকা গ্রহণ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্যে রেজিস্ট্রেশনকৃত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এসএমএস প্রাপ্তি সাপেক্ষে স্ব স্ব টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানান সিভিল সার্জন।