ইসরায়েলের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বার্সেলোনার প্রশংসায় যা বলল ফিলিস্তিন
প্রকাশিত হয়েছে : ১০:১০:৪৯,অপরাহ্ন ১৯ জুলাই ২০২১
ইসরাইলের শীর্ষ ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।
সবকিছু ঠিক থাকলে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তারা লিখেছে, আমরা কাতালান ক্লাবটিকে (এফসি বার্সেলোনা) বিশ্বব্যাপী লাখ লাখ ভক্তের অনুভূতির প্রতি শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ফাতাহ গ্রুপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিব্রিল রাজউব বলেন, ম্যাচটি বাতিল করার মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। এতে কাতালান ক্লাবটির সঠিক পরিচিতিই ফুটে উঠল। এমন সিদ্ধান্তের মাধ্যমে একইসঙ্গে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা লক্ষাধিক সমর্থকদেরও সম্মান জানাল।
উল্লেখ্য, জিব্রিল রাজউব ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনেরও প্রধান।
কোপা আমেরিকা শুরু আগে জেরুজালেমে গিয়ে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনাকে চিঠি দিয়েছিল ইসরাইলের ক্লাব বেইতার জেরুজালেম। তাদের চিঠির ইতিবাচক সাড়াও দেয় স্প্যানিশ ক্লাবটি। এতে মনক্ষুণ্ন হয়ে জেরুজালেমে পরিকল্পিত ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানায় ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
চলতি মাসের শুরুতে বার্সেলোনাকে ম্যাচটি না খেলতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে চিঠি দেয় পিএফএ। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও চিঠি পাঠায় পিএফএ।
যেখানে পিএফএ’র প্রধান জিবরিল রাজৌব লেখেন, জাতিসংঘের প্রস্তাব অনুসারে জেরুজালেম একটি বিভক্ত শহর। আর সেখানে বর্ণবাদী একটি ক্লাবের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বার্সেলোনা।
পরে শেষ মুহূর্তে এসে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনে লিওনেল মেসির ক্লাব। অধিকৃত জেরুজালেমে কোনো ম্যাচ খেলতে রাজি নয় বলে বেইতারকে সাফ জানিয়ে দেয় বার্সেলোনা।
বার্সেলোনার এমন সিদ্ধান্তে বিস্মিত হন বেইতার জেরুজালেমের মালিক মোসি হোগেস। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আগামী ৪ আগস্টের পরিকল্পিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছি। জেরুজালেমকে আমরা বয়কট করতে পারব না। যদি আপনি বাইতার জেরুজালেমের বিপক্ষে খেলতে চান, তবে তা জেরুজালেমেই হতে হবে। আমি একজন গর্বিত ইহুদি ও ইসরাইলি। আমি জেরুজালেমের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারব না।
নিজেকে অবশ্য বার্সেলোনা ভক্ত বলেও দাবি করেন বেইতার জেরুজালেমের মালিক।
তথ্যসূত্র:আনাদোলু, ডেইলি সাবাহ