মাধবপুরে স্ত্রীকে তিন টুকরো করলেন স্বামী
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ১:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে তার স্বামী তিন টুকরো করেছেন বলে খবর পাওয়া গেছে। গৃহবধূর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
বুধবার (৭ জুলাই) ভোর রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রায় ৭ বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেন (৪০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তকদির শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকে। এরই মধ্যে তাদের দুটি সন্তান জন্ম হয়। আর্থিক সচ্ছলতার জন্য কয়েক বছর পর পারভিন সৌদি আরবে পাড়ি দিয়ে প্রায় দেড় মাস আগে সে দেশে আসে। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হত। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে পারভিন তার ঘরে ঘুমায়। রাত প্রায় ১টার দিকে পাষন্ড স্বামী তকদির হোসেন তার স্ত্রী পারভিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিন টুকরো করে। এসময় পারভিনের শিশু সন্তানদের শোরচিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ত্রি খণ্ডিত মরদেহ দেখতে পায়। তবে পাষন্ড স্বামী পালিয়ে যায়।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, ‘‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’