ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ৯:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে আবারও ভূমিকম্প হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ভূমিকম্প হয়েছে কিনা তা দেখতে হবে বলে জানান।
সিলেট নগরীর উপশহরের বাসিন্দা মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন জানিয়েছেন, ভূমিকম্পটি মাত ৪/৫ সেকেন্ডের মতো স্থায়ী ছিলো।
সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয়ে।