শমশেরনগরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্ব মাঠে স্বেচ্ছাসেবক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২১, ৭:১২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর বাজারে কঠোর লকডাউনের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নের্তৃত্বে মাঠে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। এ সময় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর নের্তৃত্বে স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী, শেখ রায়হান ফারুক, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ ও কয়েকজন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে সচেতন করছেন ও মাস্ক বিতরণ করেন। অপ্রয়োজনে ঘর বের হলেই তারা জিজ্ঞাসাবাদ করছেন।