লকডাউন : সিলেটে বিপাকে নিম্ন আয়ের মানুষ
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২১, ২:১৯ অপরাহ্ণ
মিসবাহ জামিল:
সিলেটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে লকডাউন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও জেলা প্রশাসন শহর থেকে বের হওয়া ও প্রবেশকারীদের তল্লাশি করছে। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কঠিন সময় পার করতে হচ্ছে ভ্যানচালক, রিকসাচালক, অটোচালক, পরিবহনের শ্রমিক ও দিনমজুর খেটে খাওয়া মানুষদের।
রোববার (৪ জুলাই) নগরীর বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষেরা নিজেদের দূরাবস্থার কথা এই প্রতিবেদকের কাছে জানান। তারা এমন লকডাউনকে গরিব মারার লকডাউন হিশেবে দেখছেন। সরকারের কাছে তাদের দাবি নিম্ন আয়ের মানুষের খাদ্যের ব্যবস্থা না করে যেন লকডাউনের মেয়াদ না বাড়ান। খাদ্য নিশ্চিত করতে না পারলে এমন লকডাউন না দেয়াই ভালো, না খেয়ে মরার চেয়ে করোনায় মরাই ভালো বলেও তারা জানান।
এক রিকশাচালক জানান, ‘লকডাউনের কারণে মানুষ বাইরে বের হচ্ছে না। রোজী-রোজগার খুবই কম। কঠিন সময় পার করতে হচ্ছে আমাদের। পরিবারের ৭ সদস্য এখন খেয়ে না খেয়ে দিন পার করছে।’
সিএনজি অটোরিকশাচালক আমিন আহমদ জানান, লকডাউন ৪ দিন ধরে চলছে। সরকারের ঘোষণা মোতাবেক গণপরিবহণ বন্ধ। তাই কোনো রোজগার নাই। খুব দূরাবস্থার মধ্যে আছি।