জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় ৪ জন আহত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় বৃদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। তারা হলেন- মো. আব্দুল আজিজ বলাই মিয়া (৯০), জুবেল মিয়া (২০), আলাই মিয়া (৫০) ও মুক্তার মিয়া (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুন) সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও নয়াগাঁও (বলাইনগর) এ ঘটনা ঘটে।
জানা যায়, বলাই মিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হওয়ায় গ্রামের সালিশের বিভিন্ন বিচারকার্য পরিচালনা করে থাকেন। একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমির উদ্দিন গ্রামের কোনো নিয়মশৃঙ্খলার ধার ধারে না। ইতিপূর্বে বহুবার সে এলাকায় দাঙ্গা বাধানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়ে নতুন করে পরিকল্পনা করে উল্লিখিত আহতদের ওপর কয়েকজন সন্ত্রাসী নিয়ে এ ঘৃণ্য হামলা চালায়। সন্ত্রাসী আমির উদ্দিন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, চুরি, ডাকাতি-ধর্ষণসহ একাধিক মামলার জেলখাটা আসামি। এছাড়াও তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত বলাই মিয়ার বড় ছেলে সফু মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- মো. আমির উদ্দিন, পিতা ইসমাইল আলী; সুমন মিয়া, পিতা আছাব উল্লাহ; আজির উদ্দিন, পিতা ইসমাইল আলী; আমির হোসেন, পিতা দিলদার হোসেন; জালাল উদ্দীন, পিতা ইসমাইল আলী; আলাউদ্দিন, পিতা সামসুদ্দিন; দিলদার হোসেন, পিতা মৃত কালা মিয়াসহ আরো অনেকে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।