লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১০ বছরে পাঁচ শতাধিক বিভিন্ন প্রাণী বনে অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিপন্ন ও অসুস্থ প্রাণেিদর উদ্ধার করে আহত, অসুস্থ প্রাণীর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
যে প্রাণী থাকার কথা বনে জঙ্গলে, সেই সব বন্য প্রাণী এখন বেরিয়ে আসে লোকালয়ে। বনে খাদ্যসংকট আর ক্ষতিগ্রস্ত আবাসস্থলের কারণে লোকালয়ে এসে ধরা পড়ে মানুষের হাতে। হচ্ছে আহত। কখনো কখনো মারা যাচ্ছে।
এখান থেকে গত ১০ বছরে এ রকম উদ্ধার ও ফাউন্ডেশনে জন্ম নেওয়া বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক বন্য প্রাণী বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে করোনাকালিন সময়েই ৮০টি বন্য প্রাণী বনে অবমুক্ত করা হয়। পাশাপাশি বনে খাদ্যসংকট কমাতে বিভিন্ন ধরনের কয়েক হাজার ফলজ বৃক্ষ রোপন সহ পাহাড়ী ছড়ায় মাছের পোনা ও কাকড়া অবমুক্ত কওে যাচ্ছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা যায়, মৌলভীবাজার জেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ সংরক্ষিত বন, বিস্তীর্ণ পাহাড়-টিলা রয়েছে। এসব স্থানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বসবাস করে। এর মধ্যে বিরল, বিলুপ্তপ্রায় প্রাণীও রয়েছে। কিন্তু দিনে দিনে বনের গাছপালা কমে আসা, বন্য প্রাণীদের আবাসস্থল তছনছ হওয়ায় অনেক প্রাণীই আবাস¯্থল হারিয়েছে। টিকে থাকার পরিবেশ হয়েছে নষ্ট। দেখা দিয়েছে খাদ্যের সংকট। ফলে খাদ্য ও আশ্রয়ের সন্ধানে প্রায়ই বন থেকে বা ঝোপ-জঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রাণী গ্রামীণ লোকালয়ে আসছে।
২০১১ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৪৫৬টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে মহামারি করোনাকালিন সময়ে ছাড়া হয়েছে ৮০টি প্রাণী। ২০১১ সালে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আহত বন্য প্রাণীকে সেবা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়। এখানে জন্ম নেওয়া প্রাণীগুলো এককভাবে জীবনযাপনে সক্ষম হলেই বনে ছেড়ে দেওয়া হয়।
তবে বনে ছাড়ার পরও খাদ্য ও বাসস্থানের সংকটে অনেক প্রাণী আবার বনের বাইরে এসে ধরা পড়ে। তিনি আরও বলেন, একটা ভালো দিক, এখন বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা অনেক বেড়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা বেশি। তারা ফাউন্ডেশনে ঘুরতে এসে প্রাণীদের সম্পর্কে জানে। কোথাও কোনো বন্য প্রাণী আটক হলে, আহত হলে কিংবা খোলা বাজারে বিক্রি হলে শিক্ষার্থীরা তাঁদের জানায়। এতে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
বন্য প্রাণী নিয়ে সাধারণ মানুষের মধ্যে একধরনের ভীতি রয়েছে। কখনো ফাঁদ পেতে, কখনো দল বেঁধে এসব প্রাণী ধরা হচ্ছে। একটা সময়ে এই প্রাণীগুলো ধরার পর মেরে ফেলা হতো। তবে বেশ কয়েক বছর ধরে এ পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। এখন বন্য প্রাণী ধরা পড়লে হুট করে কেউ মেরে ফেলছে না।
কোথাও এখন বন্য প্রাণী ধরা পড়লে, তা কেউ না কেউ বন বিভাগ, বন্য প্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণ বিভাগসহ স্থানীয় প্রশাসনকেও জানিয়ে দিচ্ছে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন খবর জানার সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে প্রাণীটি উদ্ধার করে নিয়ে আসছে। পরে সেই প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যান বা সাতছড়ি জাতীয় উদ্যানে জাতীয় দিবসসহ বিভিন্ন দিনে বন বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অবমুক্ত করা হচ্ছে। পাখি হলে হাইল হাওরে ছেড়ে দেয়া হচ্ছে।