জুড়ীতে বিপুল জাল টাকাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকার জাল নোট ও জাল নোট তৈরির রাসায়নিক বিভিন্ন উপকরণসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২২ জুন) জুড়ী উপজেলার ফুলতলা গ্রাম থেকে এ জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি জুড়ী উপজেলার কালীনগর গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে মো. সামছু মিয়া(৫৮)।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে এ অভিযান চালায়।
এসময় আসামি সামছু মিয়াকে গ্রেফতার করে তার বসতঘর থেকে জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সামছু মিয়া ঈদুল আজহার গরুর হাটে প্রতারণার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেন। তিনি গরুর হাটে এসব নোট সরবরাহের উদ্দেশ্যেই জাল নোট ছাপছিলেন। এছাড়াও গ্রেফতারকৃত ব্যক্তি জুড়ী থানার আরো ২ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী এ প্রতিনিধিকে জানান,রাত ১২.৫০ টায় র্যাাব-৯ এর হাতে জালনোট সহ আটককৃত সামছু মিয়াকে জুড়ী থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।