সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ১জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে গেইট লক বাস-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আম্বর আলী (১৯) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আম্বর আলী উপজেলার ভাদেশ্বর নালিউরি গ্রামের মৃত মনচই মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাত ৯ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ১নং ওয়ার্ড ‘র সয়াবিনের দোকানের সামনে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আম্ভর, এমরান, এমাদ ও অজ্ঞাত একজনসহ ৪জন ব্যক্তি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে আহত অপর ৩জন আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।