লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার নির্বাচিত হলেন সিলেটি কন্যা মমতাজ খান
প্রকাশিত হয়েছে : ১০:২২:১৯,অপরাহ্ন ২৭ মে ২০২১
মো: রেজাউল করিম মৃধা:
গত ২৬শে মে ২০২১ বুধবার। লন্ডনের সুপরিচিত এক্সেল সেন্টারের ১১নং বিশাল হল রুমে নিউহ্যাম কাউন্সিলের বার্ষিক কাউন্সিল অনুস্ঠিত হয়। বার্ষিক কাউন্সিল মিটিং এ সাবেক চেয়ারের সভাপতিত্ব এবং এক্সিকিউটিভ অফিসারের পরিচালনায় ।
নিউহ্যাম কাউন্সিলের মেয়র রোকসানা ফয়েজ এমবিই এর উপস্হিতিতে এবং কাউন্সিলার দের অংশ গ্রহনে এবং কাউন্সিলার এর প্রস্তাব এবং সকল উপস্থিত কাউন্সিলারদের সমর্থনে ২০২১-২০২২ সালের জন্য চেয়ার নির্বাচিত হয়েছে কাউন্সিলার ইউনিস্টন ভাউয়ান এবং ডেপুটি চেয়ার নির্বাচত হয়েছেন বাংলাদেশী বংশদ্ভুত সিলেট বালাগঞ্জের মেয়ে মমতাজ খান।
মমতাজ খান ১৯৭৮ সালে পরিবারের সাথে ব্রিটেনে আসেন। তার বাবার নাম মৃত হাজী আব্দুল কাইয়ুম এবং স্বামী এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স।
২০১৮ সালে নিউহ্যাম কাউন্সিলের গ্রীন স্ট্রিট ওয়েস্ট ওয়ার্ডের লেবার পার্টি থেকে কাউন্সিলার নির্বাচত হন। তার কাজের দক্ষতা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজের দক্ষতা বিচার করে নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার নির্বাচত হন।
মমতাজ খান নারীদের অধিকার এবং শিশুদের সহযোগিতা প্রাধান্য গিয়ে সুন্দর এবংনিরাপদ স্থান এবং সকল বাসিন্দাদের জীবনমানের উন্নয়নে কাজ করে যাওয়া আশাবাদ ব্যাক্ত করেন।