শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ২:১৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তিন বারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা রনধীর কুমার দেব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
২১ মে রাতে এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, এক নাগাড়ে তিনবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের নেতা রনধীর কুমার দেব তৃণমুলে থেকে মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে গেছেন। জনপ্রিয়তার কারণে ইতিপূর্বে তিনি বার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ ও শ্রীমঙ্গলবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। জনসেবার কারণে তিনি উপজেলা বাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় মন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য রনধীর কুমার দেব শুক্রবার দুপুর ১.৪০ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ ড. আব্দুস শহীদসহ জেলা ও উপজেলা আ-লীগ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে রনধীর কুমার দেব আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।