আশারকান্দি ইউনিয়ন প্রিমিয়ার লীগ : বিশাল জয়ে ফাইনালে সুপার স্টার ক্রিকেট একাডেমি জয়দা
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:৩৩,অপরাহ্ন ০১ মার্চ ২০২১
স্পোর্টস নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন ক্রিকেট সংস্থার আয়োজনে আশারকান্দি ইউনিয়ন প্রিমিয়ার লীগের ফাইনালে উঠেছে সুপার স্টার ক্রিকেট একাডেমি, জয়দা।
আজ সোমবার (১মার্চ) দুপুরে আশারকান্দি ইউনিয়নের দাওরাই ষড়পল্লী স্কুল এন্ড কলেজ মাঠে সুপার স্টার ক্রিকেট একাডেমির মামুনের ঝড়ো ইনিংসে দাওরাই কিংস ইলিভেনকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে তারা।
অনুষ্টিতব্য ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সুপার স্টার ক্রিকেট একাডেমির মামুনের ৬১ ও ইমনের ৩৮ রানের রানের ঝড়ো ইনিংসে দাওরাই কিংস ইলিভেনকে ১৭৬ রানের বিশাল টার্গেট দেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় দাওরাই কিংস ইলিভেন। ফলে ৮৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে আশারকান্দি ইউনিয়ন প্রিমিয়ার লীগের ফাইনালে উঠে সুপার স্টার ক্রিকেট একাডেমি, জয়দা।
খেলায় ৪ উইকেট ও ৩৮ রানের ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুপার স্টার ক্রিকেট একাডেমির ইমন।