আশারকান্দি প্রিমিয়ার লীগ : সেমিফাইনালে কাল মুখোমুখি সুপার স্টার জয়দা ও দাওরাই কিংস ইলিভেন
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫০,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন ক্রিকেট সংস্থার আয়োজনে আশারকান্দি ইউনিয়ন প্রিমিয়ার লীগের ২য় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে সুপার স্টার ক্রিকেট একাডেমি, জয়দা ও দাওরাই কিংস ইলিভেন।
আগামীকাল সোমবার (১মার্চ) দুপুর দেড়টায় আশারকান্দি ইউনিয়নের দাওরাই ষড়পল্লী স্কুল এন্ড কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাটি দেখার জন্য সর্বস্থরের ক্রীড়ামোদীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।