সিলেটে সড়ক দুর্ঘটনায় ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ৭:০০:৩৬,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপিনেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় খালেদা জিয়ার উপদেষ্টা ইলিয়াসপত্নী লুনা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের পরিবারকে যেনো মহান আল্লাহ পাক ধৈর্য্য ধারণের তাওফিক দান করেন ও সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।