লন্ডন থেকে সিলেটে আসলেন আরও ১২৮ প্রবাসী
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৩৪,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ বিমান (ইএ-২০২) যোগে লন্ডন হতে বৃহস্পতিবার সকাল পৌণে ১০টার দিকে ১২৮ জন যাত্রী সিলেট বিমানবন্দরে এসে পৌছেছেন।
পরে সাড়ে ১২টার দিকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে সকল যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর হতে হোটেলে পাঠানো হয়।
যাত্রীদের মধ্যে- হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২৮ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলিগেট ১৩ জন, হোটেল হলি সাইড ০৯ জন, হোটেল স্টার প্যাসিফিকে ০৫ জন, হোটেল লা রোজে ১৫ জন, হোটেল লা ভিস্তায় ৪ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ২জন, রয়েল প্লাম ৭।
এসএমপি পুলিশের নগর শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।