সিলেটে প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক তুলে নেয়ার পর আবার ফেরত দিয়েছে একদল যুবক
প্রকাশিত হয়েছে : ১১:২৬:১১,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেট নগরীতে প্রতিবন্ধী এক ভাসমান নারীকে তুলে নেয়ার পর আবার ফেরত দিয়েছে একদল যুবক।
ঐ নারীর (২৪) বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। তবে তিনি সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে থাকছেন।
সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজ রোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় তিন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরে যেখান থেকে তাকে তুলে নিয়েছিল সেখানেই তাকে ফেলে রেখে যুবকরা পালিয়ে যায়।
খবরটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মেয়েটিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
সন্ধ্যা ৭টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, মেয়েটি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। সে বলেছে, ৩ যুবক তাকে ধরে নিয়ে গিয়েছিল গতরাতে। আর আজ দুপুরে ফিরিয়ে দিয়েছে।
আল আমিন জনানান, তারা রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।