ওসমানীনগরে বিএনপির আটটি ইউনিয়নের আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা…
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩২,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার আওতাধীন বিএনপির আটটি ইউনিয়নের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওসমানীনগর উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমেদ সাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সিলেট-২ আসনের আগামীদিনের ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনা।
উমরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক আব্দুল খালিক, সদস্য আব্দুল বসর, হাজী চন্দন মিয়া, আব্দুল হকিম, সাহাব উদ্দীন, মুকিদ মিয়া, আব্দুল আওয়াল চৌঃ সাহেদ, সহিদ আলী, রেজওয়ান চৌধুরী, দুলাল মিয়া, ফজর আলী, জাহাঙ্গীর মিয়া, এবাদুর৫ রহমান সিতু, রিপন মিয়া, রুহুল আমিন।
সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক শেখ সফিক উদ্দীন, সদস্য, মাজহারুল ইসলাম মানিক, নিজাম উদ্দীন সিদ্দিকী, বকতিয়ার হোসেন(মেম্বার), ইমরুল চৌধুরী, আব্দুল বাছিত মাবরুর, আছাব উদ্দীন কালা, মানিক উল্লা, রঞ্জুন কুমার সুত্রধর, তেরা মিয়া, হাফিজ মকসুদ, আতর আলী, লোকমান আহমদ, মোঃ সাহেদ, আব্দুস সহিদ।
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক জালাল উদ্দীন আহমদ, সদস্য জিলাদ আহমদ, খচরু মিয়া, লুহিদ মিয়া, মুজিবুর রহমান মুজিব, মশাহিদ মিয়া, শিব আহমদ, রাজন মিয়া, দুলু মিয়া, সাইফুল আলম মুজিব, আমির উদ্দীন, মানিক মিয়া, শেকুল মিয়া, জাইফ উদ্দীন, রুবেল আহমদ।
বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক নুরুল ইসলাম জিতু, সদস্য তছন আলী, আলী আহমদ নয়াজ, আব্দুল মুকিত, তালেব আলী, বারিক মিয়া, এহিয়া আহমদ, ফজলু মিয়া, আব্দুল গফুর, রুনু মিয়া, তফুর মিয়া, লেখন মিয়া, আব্দুন নুর, আব্দুল্লাহ, সালেহ আহমদ।
গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সাইস্তা মিয়া, সিদ্দেক আলী, কয়েছ চৌধুরী, সাহাব উদ্দীন সুহেল, মাহমদ মিয়া, লোকমান মিয়া, আফতাব আলী, ছাদেক মিয়া, সোহরাব আলী, সিরাজুল ইসলাম নুনু, তহসিন মিয়া, আবুল কালাম, শিবলু খান, রেজন মিয়া।
তাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক আব্দুল হান্নান, সদস্য আব্দুল খালিক নুনু, আক্তারুজ্জামান আক্তার, আফতাব আলী, আখলুছ মিয়া, হাজী আতিক, লালা মিয়া, নুর মিয়া, হাজী মনা মিয়া, সাইফুল ইসলাম আনা, শানুর মিয়া, গিয়াস উদ্দীন, কবির আহমদ, সহিদ মিয়া, মানিক মিয়া।
দয়ামীর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক সুজন মিয়া, সদস্য হেলাল আহমদ, সুরুজ আলী, আব্দুল হান্নান, জায়েদ খান, ইদ্রিছ আলী, গনি মিয়া, এম রুম্মান আহমদ, রুকন আহমদ, আমীর আলী, বাদল মিয়া, আফতাব আহমদ, হুশিয়ার আলী, খালেদ মিয়া, কামরুজ্জামান মাসুদ।
উসমানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে জায়গা পেলেন যারা:
আহবায়ক আব্দুল্লাহ মিছবাহ, সদস্য হারুনুর রশীদ, আবু জাফর মুজেফর, ইয়াকুব আলী মিছির, আব্দুল হাসিম, মখদ্দুছ আলী মকন মিয়া, পিয়ার আলী খান, শাহ জাকির হোসেন, ছানা মিয়া, আশিকুর রহমান, আব্দুল মতিন, খসরু আহমদ চৌঃ, ছালিক মিয়া, আনছার আলী, জাবেদ আহমদ।
নবগঠিত সকল ইউনিয়নের আহবায়ক কমিটিতে থাকা সদস্যদের সাথে সমন্বয় করে আগামী ১৫দিনের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে।