ব্যাংক কর্মকর্তা মওদুদ হত্যাকরীদের শাস্তির দাবিতে ওসমানীনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৯,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২১
ওসমানীনগর প্রতিনিধি:
অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার শেখ মওদুদ আহমদের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবীতে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের সভাপতি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ম্যানেজার জালাল আহমদ. সাধারণ সম্পাদক ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. আকবর উদ্দিন, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মো. গোলাম আজাদ, ঢাকা ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন রনি, মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলী. পুবালী ব্যাংকের ম্যানেজার আব্দুল গনি, প্রাইম ব্যাংকের ম্যানেজার ওয়াসিম আহমদ চৌধুরী, উত্তরা ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান, ইউরিয়ন ব্যাংকের ম্যানেজার মুমিন আহমদ ও ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মোজাম্মেল হক।
এছাড়াও মানববন্ধনে উপজেলার ৩৫টি ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারগিণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদের হত্যাকরীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির প্রদানের দাবী জানান।