শমশেরনগরে সেতুর পাটাতন খুলে সড়ক যোগাযোগ বন্ধ
প্রকাশিত হয়েছে : ১:৫১:৫৪,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার(২৩ ফেব্রæয়ারি) একটি বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাতটায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়– এলাকায় খিন্নীছড়ার ওপর বেইলি সেতুর তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে এই সেতুর দুটি পাটাতন খুলে গিয়েছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। এলাকাবাসী এখানে স্থায়ীভাবে ঢালাই সেতু নির্মাণের দাবি জানান।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুটি দ্রæত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।