সিলেটে কাল থেকে যানবাহন চলাচল নিয়ে শঙ্কা
প্রকাশিত হয়েছে : ১২:১৪:২৬,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে আসামিকাল সোমবার থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা।
শনিবার সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার দাবি জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দাবি না মানলে পূর্বের ঘোষণা অনুযায়ী আসামিকাল সোমবার থেকে ধর্মঘট পালন করবে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নও।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম বলেন, ‘রবিবার (আজ) রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মেনে নিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেব। অন্যথায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (আসামিকাল) সকাল থেকে ধর্মঘট পালন করব।’
তাদের দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান।
ইমেইলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দেওয়ার স্মারকলিপিতে বলা হয়েছে ‘মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ৩-৪ বার বৈঠক হয়েছে। বৈঠকে তিনি স্ট্যান্ডের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু স্ট্যান্ডের ব্যবস্থা না করে গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় তিনি বিনা নোটিশে চৌহাট্টার মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে যান।’
সিসিকের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা হামলা চালিয়ে শ্রমিক ইউনিয়নের ২০টি গাড়ি ভাঙচুর করে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি সাধন করে উল্টো শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ কোতোয়ালি মডেল থানায় এজাহার দাখিল করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
মামলা প্রত্যাহার এবং গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে পরিবহন শ্রমিকরা আসামিকাল সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালন করবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
শ্রমিকদের মামলা রেকর্ড না করার বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘প্রকৃত ঘটনাকে এড়িয়ে মিথ্যা-ভিত্তিহীন এবং অতিরঞ্জিত করে মেয়র ও অন্যান্য কর্মকর্তাদের জড়িয়ে এবং সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় এজহারনামীয় আসামিদের রক্ষার জন্য শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়েরের চেষ্টা করা হয়েছে। পুলিশ, গণমাধ্যমকর্মীসহ অন্যরা উপস্থিত থাকায় ঘটনা জানাশোনা বলেই মিথ্যা সংবলিত অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়নি।’
উল্লেখ্য, চৌহাট্টা এলাকায় ফুটপাত ও সড়ক বিভাজক নির্মাণ করতে গিয়ে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের সময় হামলার মুখে পড়েন মেয়র, কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও হামলা করেন পরিবহন শ্রমিকেরা। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কাউন্সিলর-পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। অবৈধ স্ট্যান্ডে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি এবং সিটি করপোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।