সিলেটে মা-বোনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার চেষ্টা করে সৎ ছেলে!
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৫৩,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেটে মা ও বোনকে কুপিয়ে হত্যার পর সৎ ছেলে আবাদ হোসেন দুজনের লাশ পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
এর আগে রাত ১২টার দিকে মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎমা রুবিয়া বেগম এবং তার মেয়ে মাহাকে ছুরিকাঘাতে হত্যা করে আবাদ।
তার ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন সৎভাই শিশু তাহসানও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ছুরি দিয়ে সৎমা, বোন ও ভাইকে কোপাতে থাকলে ঘটনাস্থলেই রুবিয়া ও মেয়ে নিহত হন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ জানিয়েছেন, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই তিনি তাদের ওপর হামলা চালান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করেছে সে।
ওসি আরো বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।