বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিভাগীয় অলিম্পিয়াডে ৪র্থ স্থান অর্জন
প্রকাশিত হয়েছে : ১০:১০:০৫,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহবাহী বালাগঞ্জ ডি.এন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাফিজুর রহমান অয়ন ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে বিভাগীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করেছেন।
সিলেট জেলা পরিষদের মিলনায়তন কক্ষে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অলিম্পিয়াড পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর(ঢাকা)মহাপরিচালক মুনীর চৌধুরী।
প্রসঙ্গত, অয়ন বালাগঞ্জ সদর ইউপির রাধাকোনা গ্রামের মো. আতাউর রহমানের কনিষ্ট পুত্র। অয়ন এরকম আরো ২০টিরও বেশী প্রতিযোগিতায় পুরষ্কৃত হোন।