বিদ্যুৎ অপচয় না করে সাশ্রয়ী হতে হবে: মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
প্রকাশিত হয়েছে : ১১:২১:৪৮,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও সাব ষ্টেশন নির্মাণ করছে ফলে গ্রামীণ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। আমার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকা বিদ্যুৎ বঞ্চিত জনগণকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। কাজে পরিণত হয়েছে। তিনি আরো বলেন বিদ্যুৎ জাতীয় সম্পদ এর অপচয় না করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১৪ ফেব্রæয়ারী রোববার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি নামক স্থানে ৮ কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ উপলক্ষে ইনডোর বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী এস এম হাসনাত হাসান এর সভাপতিত্বে ও পারভেজ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সনৎ কুমার ঘোষ, এজিএম এ এফ এম মাহমুদুল হাসান, এজিএম মুনিতাসির মজুমদার, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ শাফায়েত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন তরু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা মইন উদ্দিন, আব্দুল মালিক সাইস্তা, সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ।
পরে প্রধান অতিথি সুইস টিপে ইনডোর বিদ্যুৎ উপ-কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।