জুড়ীতে ভ্রাম্যমান আদালত ৫৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১:১৬:২৫,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারের জুড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযানে বিভিন্ন অপরাধে ৫জনকে ৫৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়া বেকারী পরিচালনা করায় ভবানীপুর গ্রামে হেলু মিয়ার পুত্র সাচ্চুকে ১৫হাজার টাকা, রাস্তায় মালামাল রাখা ও অন্যান্য অপরাধে কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারস্থ আব্দুল কাইয়ূম, মবশ্বির আলী, ইকবাল আহমদ ও মো: বদরুলকে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই সিলেট এর পরিদর্শক ও জুড়ী থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।