তাহিরপুরে বখাটের যন্ত্রনায় অতিষ্ট হয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৫৭,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাধ্যমিকে পড়ুয়া এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ওই স্কুলছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত যুবকের নাম রকিব মিয়া (২০)। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিনকুল গ্রামের আলী রাজার ছেলে। রবিবার ভিকটিমের পিতা এ ব্যাপারে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ কুল মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দক্ষিণ কুল গ্রামের কৃষকের ১৪ বছর বয়সী স্কুল ছাত্রীকে একই গ্রামের আলী রাজার ছেলে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হলে গত কয়েকমাস ধরেই নানাভাবে যৌন হয়রানী করে আসছিলো, বিষয়টি নিয়ে গত মাস চারেক পুর্বে গ্রাম্য সালিস বৈঠক হলেও বখাটেপনার লাগাম টেনে ধরতে পারেননি রকিবের অভিভাবক ও পরিবারের লোকজন।
পরবর্তীতে রকিব ওই স্কুল ছাত্রীর মায়ের মুঠোফোনে বিভিন্ন সময় আপক্তিকর ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠাত এমনকি গ্রামের লোকজনকে তাও জানান দিত। এভাবে দিনের পর দিন বখাটেপনা, যৌন হয়রানীর মত অপমান সইতে না পেরে শুক্রবার রাতে ওই স্কুল ছাত্রী নিজ বাড়িতে বিষপানে (কীটনাশক) আত্বহত্যার চেষ্টা করেন।
রবিবার সন্ধায় উপজেলার দক্ষিণ কুল গ্রামের অভিযুক্ত যুবক রকিবের পিতা আলী রাজার মুঠোফোনে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপাতত আমার ছেলে বাড়িতে নেই, ছেলে যদি কোন অপরাধ করে থাকে তাহলে তার বিচার হোক।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা রয়েছে।