ওসমানীনগরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আক্তার-সজ্জল জুটি
প্রকাশিত হয়েছে : ৭:১৪:২৬,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১
ওসমানীনগর প্রতিনিধি:
‘আতিকুর রহমান লেবু দ্বৈত ওসমানীনগর উপজেলা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা’ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে উপজেলার নিজ করনসী মাঠে প্রতিযোগিতার ফাইনালে আক্তার-সজ্জল জুটি ২-০ গেইমে মাহিন একাডেমী তাজপুরকে পরাজিত করে।
ফাইনাল শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীন, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, গোয়ালাবাজার ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মকসুদ আলী প্রমুখ।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা ব্যাটমিন্টন এসোসিয়েশন ও সমাজ কল্যাণ সংস্থার তত্বাবধানে ‘আতিকুর রহমান লেবু দ্বৈত ওসমানীনগর উপজেলা ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা’ গত ১ ফেব্রুয়ারিতে শুরু হয়। প্রতিযোগিতায় উপজেলার ৮০টি দল অংশ নেয়। এলাকার বিপুল সংখ্যক দর্শক প্রতিদিন মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।