রাজনগর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৫:১১:০০,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ইয়াবাসহ তোফায়েল আহমেদ তুলু(৩৬) এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ ফেব্রæয়ারি) সকালে রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামের থেকে তাকে আটক করা হয়।
তোফায়েল আহমেদ তুলু রাজনঘর উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান,সকালে গোপন সংবাদের ভিতিত্তে তোফায়েলের বাড়িতে অভিযান চালিয়ে ১শত ৪২ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।