চুনারুঘাট থেকে বিদেশী মদসহ পেশাদার মাদককারবারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৫:০৭:০৬,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২১
37 - 37Shares
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে শনিবার ১৩ফেব্রæয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে মাদকসহ এক মাদককারবারিকে আটক করে।
মাদককারবারিকে চুনারুঘাট থানার নয়ানিবনগাঁও এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদ এবং ০৩ কেজি গাঁজাজব্দসহ পেশাদার মাদককারবারী ১। মোঃ মামুন মিয়া (২৪), পিতা-মোঃ আব্দুর রউফ, সাং-নয়ানিবনগাঁও, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে। পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
37 - 37Shares