ইভটিজিংয়ের শিকার হচ্ছেন উপশহর এলাকার তরুণীরা
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২২,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ ডেস্ক:
বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিলেট নগরের উপশহর এলাকার তরুণী ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরা। প্রতিদিনই যাওয়া আসার পথে কিছু বখাটের ইভটিজিংয়ের শিকার হতে হয় বলে তাদের অভিযোগ।
সম্প্রতি স্থানীয় একটি কোচিং সেন্টারের কয়েকজন ছাত্রী অভিযোগ করে জানান, উপশহর তিব্বিয়া কলেজের সামনে, শাহজালাল উপশহর হাই স্কুলের গেটের সামনে, ই-ব্লক পয়েন্ট, এবিসি পয়েন্ট ও আই-ব্লক মাঠের সামনে কিছু ছেলেরা আড্ডা দেয়। তারা প্রতিদিনই এসব এলাকা দিয়ে যাওয়া-আসা ছাত্রীদের দেখলে তাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য করে। তারা ছাত্রীদের ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার দেওয়ার জন্যও হেনস্তা করে বলেও জানান তারা।
২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমেদ সেলিমের কাছে স্থানীয়রা বিষয়টি জানালে, তিনি তাদের জানান, দ্রুতই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার জনসাধারণ প্রশাসনের কাছেও এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানান।
এবিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, এ ধরণের কোনো অভিযোগ এখনও আমরা পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সূত্র: সিলেট মিরর