জুড়ীতে টিলা কাটার দায়ে একজনের ১ মাসের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:১৮,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে বিপ্লব দাস নামে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় বিপ্লব দাসকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের বিধান দাসের পুত্র বিপ্লব দাস অবৈধ ভাবে টিলা কাটছেন এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপ্লবকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।