সিলেটে কিশোরীকে ধর্ষণ : একজন পুলিশ হেফাজতে
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৪৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেটের শাহপরান (রহঃ) থানাধীন নুরপুর আবাসিক এলাকায় ১৪বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার এসএমপির শাহপরান (রহঃ) থানাধীন নুরপুর আবাসিক এলাকায় পিকআপ গাড়ীর চালক এর কিশোরী মেয়ে (১৪) কে নগরীর ইসলামপুর কলোনীতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় নগরীর ইসলামপুর কলোনীর মোঃ আরজু মিয়ার ছেলে ওমর ফারুক জোরপূর্বক ধর্ষন করিয়াছে বলিয়া ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ওমরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
ভিকটিমকে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি আছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এসএমপির শাহপরান (রহঃ) থানা পুলিশ।