জগন্নাথপুরে স্বামী খুনের ঘটনায় পলাতক স্ত্রী আটক
প্রকাশিত হয়েছে : ১:২৯:৫৮,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃদ্ধ স্বামী আলেক মিয়ার খুনের ঘটনার অভিযোগে দ্বিতীয় স্ত্রী রেণু বেগমকে আটক করে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী গ্রাম থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, উপজেলার গোতগাঁও (আমিনপুর) গ্রামের দিনমজুর আলেক মিয়া (৫০) তিন মাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না (টেকুয়া) গ্রামের মৃত আরমান মিয়ার স্বামী পরিত্যক্ত মেয়ে রেণু বেগম (৩০) কে দ্বিতীয় বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী ও তিন মেয়ে দুই ছেলের সংসারে আলাদা ঘরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করছিলেন। গতকাল শুক্রবার রাতে নিজ শয়নকক্ষে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমাতে যান তিনি।
পরে শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় পড়ে আছেন আর ঘরে নেই স্ত্রী। আলেক মিয়ার মাথায় আঘাতও রক্তের দাগ রয়েছে। মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তাঁর সন্তানরা থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর পর নিহতের দ্বিতীয় স্ত্রী পলাতক ছিলেন। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে সন্ধ্যায় তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে।