জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৪১,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে এক দিনমজুর স্বামী খুন হয়েছেন। তার নাম মো. আলেক মিয়া (৬৫)।
শুক্রবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। আলেক মিয়া উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, আলেক মিয়ার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান নেই। তিনি থাকতেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে। শুক্রবার রাতের কোনো এক সময় তিনি খুন হন। আলেখ মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর দ্বিতীয় স্ত্রী পালিয়ে গেছে। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার মো.মিজানুর রহমান জানান, আলেক মিয়ার খুনের পর থেকে তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।