সিলেটে ডেকে নিয়ে যুবককে হত্যা
প্রকাশিত হয়েছে : ১১:১৩:১৩,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেটে ডেকে নিয়ে রাজু দাস (২২) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। নগরীর জালালাবাদ থানার হাওলাদারপাড়া এলাকায় মোবাইল সেট বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সজিব (১৭) ও তার মামা রুবেল দাস (২৫)। পরে স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে।
রাতেই দক্ষিণ সুরমার মোমিনখোলা এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ সজিবকে গ্রেফতার করেছে। সজিব সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।