ওসমানীনগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন’র মৃত্যুতে আসকির আলীর শোক
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৫১,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ওসমানীনগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলী’র অনুজ এম আসকির আলী।
সামাজিক এবং গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, আব্দুল মতিন ছিলেন একজন অত্যন্ত নম্র-ভদ্র, সহজ সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ। তিনি জাতীয়তাবাদী শক্তির একজন সাচ্চা নিবেদিত কর্মী এবং নেতা ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নে ওসমানীনগরে তার ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার। রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকা অনস্বীকার্য। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার-পরিজন আত্মীয়-স্বজনদের মতো আমরা ও অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। শোক জানাবার ভাষা খুঁজে পাচ্ছিনা। তার এই অসময়ে চলে যাওয়াটা ওসমানীনগরবাসি একজন সত্যিকারের রাজনীতিবিদ এবং সমাজসেবক কে হারালো যা কিনা ওসমানীনগরের রাজনৈতিক এবং সামাজিক উন্নয়নে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আব্দুল মতিন’র জন্য, মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, তার সমস্ত ভালো কাজ গুলোকে কবুল করে নেন এবং তাকে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দান করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শোক সইবার শক্তি দান করেন এবং ধৈর্য ধারণের তৌফিক দেন। তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া এবং ভাবনা রইল। আমিন।