তরুণদের জীমের আগ্রহ বাড়াচ্ছেন গোয়ালাবাজারের জুনেদ
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৩৮,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০২১
মোঃ শাহরুখ খান:
ওসমানীনগর গোয়ালাবাজার তাজপুর সহ বিভিন্ন স্থানে গড়ে উঠা জিম বা ফিটনেস সেন্টারগুলোতে তরুণদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কম বয়সী থেকে শুরু করে বয়স্ক-অনেকে এখন নিয়মিত জিম করছেন সুস্থ থাকার প্রত্যাশায়।
সেই কাজটি সঠিকভাবে করে যাচ্ছেন ২০০৫ থেকে জিম করে আসা বডি বিল্ডার জুনেদ আহমদ। গোয়ালাবাজার গ্রামতলা দাশপাড়া গ্রামের মোঃ আলা মিয়ার সন্তান বডিবিল্ডার জুনেদ আহমদ ওসমানীনগর তরুণদের জীম আইডল।
যখন বডি বিল্ডিং বা ফিটনেস সচেতনতা নিয়ে ওসমানীনগর এর ছেলেরা তেমন একটা জানতো না। ধীরে ধীরে কিন্তু জুনেদ আহমদ এর ফিটনেস দেখে অনেকেই এখন জীমের আগ্রহ দেখাচ্ছে। উল্লেখযোগ্য অনেক বিল্ডার জুনেদ আহমদ এর বডি ফিটনেস দেখে অনুপ্রাণিত হয়েছে। ওসমানীনগরের আহমেদ তুহিন, সালমান হোসাইন, আফিক আহমেদ, হোসাইন আহমদ, বদরুল গজনভী, মিঠু গুপ্ত, হেলাল আহমদ, মোঃ শাহরুখ খান, হেলিম উদ্দীন, বিল্ডার জুনেদ, মেহেদী হাসান পলাশ, টিটু, সোহেল, বিল্ডার জাকের, নাজমুল, নাঈমসহ অনেকেই।