সিলেটের লালবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ, আটক ৪
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:১৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালাবাজারের আবাসিক হোটেল মোহাম্মদীয়ার সামনে এক অজ্ঞাত ব্যক্তি নিহতের ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ ফেব্রæয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে তাদের আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। থানা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ধারণা করা হচ্ছে- হোটেল মোহাম্মদীয়ায় বাকবিতন্ডার জেরে হয়তো তাকে মারা হয়েছে।
ঘটনাস্থলে আমাদের সিলেটপ্রতিদিন টিম রয়েছে। তারা জানায়- ঘটনাস্থলে পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা রয়েছেন। পুলিশ সন্দেহজনক ভাবে ৪ জনকে আটক করেছে। তারা হলেন, হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)।
এর আগে সকাল ৮টায় হোটেলের এক কর্মচারী লাশটি হোটেলের পেছনের দরজার সামনেই পড়ে দেখতে পায়। পরে ম্যানেজারকে বললে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এখন পর্যন্ত লাশের কোন পরিচয় বা তার আত্মীয়স্বজনের কোন পরিচয় পাওয়া যায়নি।
লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।