জাফলংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা চাঁন মিয়াকে চির বিদায়
প্রকাশিত হয়েছে : ৬:০৭:২০,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত দপ্তরী গুচ্ছগ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. চাঁন মিয়া মারা গেছেন।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের সময় গুচ্ছগ্রামস্থ নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করে।
মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রোববার দুপুরে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধাকে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
এ বীর সেনানীর জানাযায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।