বালাগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:০০,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২১
জাগির হোসেন,বালাগঞ্জ:
জাতীয় দৈনিক সকালের সময় ৫ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় বালাগঞ্জ উপজেলা সম্মিলন কক্ষে এক আলোচনা সভায় দৈনিক সকালের সময়ের সাংবাদিক জাগির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আ’লীগের সদস্য, বাংলাদেশ চেয়ারম্যান এসোসিয়েশন, সিলেট শাখার সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চেয়ারম্যান এসোসিয়েশনের সিলেট বিভাগের যুগ্মসাধারণ সম্পাদক সামস্ উদ্দিন সামস্, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, দপ্তর সম্পাদক, সদস্য আব্দুস শহিদ দুলালা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শুভ প্রতিদিন’র সাংবাদিক রজত চন্দ্র দাস ভূলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক এস এম হেলাল আহমদ, দৈনিক জালালাবাদের সাংবাদিক আবুল কাসেম অফিক, সিএ সিরাজুল ইসলাম, উত্তরপূর্বের সাংবাদিক তারেক আহমদ, ব্যবসায়ী প্রতীপ দেব, জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল, শামীম আহমদ সহ প্রমুখ।
সভায় দৈনিক সকালের সময় পত্রিকায় বালাগঞ্জের, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়নে সহায়তা করার পাশাপাশি এই পত্রিকার সার্বিক উন্নতি কামনা করেন বক্তারা। আলোচনা শেষে দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা হয়।