আবারও সিলেটজুড়ে করোনা আতংক, বাড়ছে দুশ্চিন্তা
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:১৬,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক :
নতুন করে করোনার শঙ্কা দেখা দিয়েছে সিলেটজুড়ে। সম্প্রতি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা শনাক্ত হওয়ায় নতুন মোড় নিয়েছে আতঙ্ক। ভেঙ্গে গেছে মনোবল। মানসিক শক্তি এখন উদ্বেগ, উৎকন্ঠায় পরিণত হয়েছে। রোববার সিলেটে আসা ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত সবাই গত ২১ জানুয়ারি দেশে এসেছিলেন। ২৮ জন করোনা আক্রান্তের এই দুঃসংবাদ পাওয়ার দিনেও সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন আরও ১৪৩ যাত্রী। সোমবার দুপুরে তারা ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
এদিকে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সিলেটের স্বজনদের। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। সকাল হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর। স্বজন হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন দেশে থাকা স্বজনরা। করোনা নতুন স্ট্রেইনে সবারই অবস্থা ঝুঁকিপূর্ণ। দেশে আসতে চাইছেন অনেক প্রবাসী। ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অনেকেই।
২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্ধর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে (বিজি-২০২) ১৫৭ জন যাত্রী সিলেট আসেন। তাদেরকে সিলেট নগরীর ৭টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে থাকার ৪ দিনের মাথায় সরকারি নির্দেশনা অনুযায়ী ২৪ জানুয়ারি তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে করোনাক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।