কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ১০টি মামলা
প্রকাশিত হয়েছে : ৪:৫৩:১৩,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০২১
সড়ক পরিবহণ আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে কুলাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার মোবাইল কোর্ট পরিচালনা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের নির্দেশনা সড়ক পরিবহন আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে সোমবার ২৫ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এন সি হাই স্কুল চৌমুহনীতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ১০ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সড়ক পরিবহন আইনের সঠিক বাস্তবায়নে ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।