গৃহহীনদের ঘর পেলেন দুইবারের সাবেক সেই এমপি
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৪২,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘর পেয়েছেন দুইবারের সাবেক এমপি এনামুল হক জজ মিয়া। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল।
জানা গেছে, এনামুল হক জজ মিয়া জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে ১৯৭২ সালে বিয়ে করেন। পরে ১৯৮৩ ও ১৯৮৬ সালে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুইবার সংসদ সদস্য হন তিনি।
তার প্রথম স্ত্রী নাজু এক মেয়েকে নিয়ে আমেরিকায় থাকেন। দ্বিতীয় স্ত্রী নাছিমা হক ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজী পাড়ায় দুই সন্তান নিয়ে দুটি বাড়িতে থাকেন। সহায় সম্পদ যা ছিল সবই এই দুই স্ত্রী ও সন্তানদের নামে লিখে দিয়েছিলেন এনামুল হক। সর্বশেষ শেষ সম্বল গফরগাঁও পৌর শহরের ১২ শতাংশ জমি মসজিদে দান করে গৃহহীন হন তিনি। এরপর তিনি তৃতীয় স্ত্রী রুমার সঙ্গে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় ৮ বছরের সন্তান নুরে এলাহীকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। এবার প্রধানমন্ত্রীর উপহারে জীবনের পড়ন্ত বেলায় জজ মিয়া ফিরে পেলেন তার আপন ঠিকানা।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য ময়মনসিংহে ৪ হাজার ৭০৮ জন ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এর মধ্যে জেলার ১৩ উপজেলায় ১৪৪টি স্পটে ১ হাজার ৩০৫টি গৃহের অনুমোদন দেয়া হয়।
তিনি আরও বলেন, সদরে ২৫০টি, গফরগাঁওয়ে ২০০টি, ভালুকায় ১৯৯টি, গৌরীপুরে ১০২টি, হালুয়াঘাটে ১০০টি, ফুলপুরে ৯৭টি, নান্দাইলে ৬২টি, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা, ত্রিশাল, ফুলবাড়িয়া, তারাকান্দায় ৫০টি করে এবং ধোবাউড়ায় ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। তালিকায় থাকা বাকিদেরও পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।