সিলেটের খাদিমে আরও এক কিশোরের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:৩৪,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট শহরতলীর খাদিমপাড়া থেকে আরও এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের কাউতলা এলাকার একটি ডোবার থেকে মরদেহটি উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তবে ওই কিশোরের পরিচয় জানা যায়নি।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এরআগে, গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় খাদিমপাড়া সংলগ্ন বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের সড়কের পাশ থেকে নাঈম আহমদ (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করে শাহপরান থানা পুলিশ। তার শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নাঈম হত্যা মামলায় এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।